ভালো মন্দ মিলে আমি একজন সাধারন মানুষ।
কিশোর পাশা, রবিন মিলফোর্ড, মুসা আমান, জরজিনা পার্কার, টেরি ডয়েল, রাফিয়ান.... এমন আরও কতো চরিত্র। আমার ছেলেবেলার বিশাল একটা সময় কেটেছে তিন গোয়েন্দা নিয়ে। টিফিনের টাকা বাচিয়ে বই কিনতাম। আর টিফিনের জন্য পেতাম মাত্র ৫ টাকা।
কতো যে বকা ঝকা খেতে হয়েছে। আজ ছেলেবেলার ডায়েরি পড়তে গিয়ে সব মনে পড়ে যাচ্ছে। কেমন সব দিন যে ছিলো!!! ডায়েরি পড়তে গিয়ে একটা কবিতা পেলাম। তিন গোয়েন্দার কোন বইয়ে আলোচনা বিভাগে ছাপা হয়েছিলো। লেখকের নাম প্রমিতা ( টাংগাইল থেকে)।
কবিতাটা শেয়ার করতে ইচ্ছা করছে।
'ভীষন অরণ্যে' যাব আমি 'বিষাক্ত অর্কিড' আনতে,
'হারানো তিমি'র সব রহস্যই পারব আমি জানতে।
'পতঙ্গ ব্যবসা' ছেড়ে আমি 'টাকার খেলা' করব,
'ছদ্মবেশী গোয়েন্দা' হয়ে 'ডাকাত সর্দার' ধরব।
'ঠগবাজি' করে আমার সাথে কেউ পাবেনা ছাড়,
'রক্তচক্ষু' নিয়েই তো আমার যা কারবার।
শ'খানেক 'গোলাপী মুক্তা' আছে আমার কাছে,
তাইতো সকল 'রত্নচোর' ঘুরছে আমার পিছে।
সবাই এখন ভাবছে আমি আছি 'স্বর্গদ্বীপে',
আসলে তো লুকিয়ে আছি 'জিনার সেই দ্বীপে'।
'রাতের আধারে' খেলবো যখন 'বিপজ্জনক খেলা',
আমার যত 'পুরোনো শত্রু' বুঝবে তখন ঠেলা।
'ঝামেলা' যদি বাধায় কেউ আমার কোন কাজে,
'জাদুচক্র' করে ফেলব 'মায়াজালের' মাঝে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।