আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলায় শোনা গল্প

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

এক মাতব্বরের ২টা বউ ছিল। বড় বউ বোকা ছিল আর ছোট বউটা খুব চালাক ছিল। মাতবর একবার সালিশী করতে অন্য গ্রামে গেল, সেদিন বাড়িতে ফিরবে না। একথা জানার পর গ্রামের ৩ চোর মাতবরের ঘরের পাশে যুক্তি পাতাতে লাগলো আজকে মাতবরের বাড়িতে চুরি করতে হবে। মাতবরের ছোটবউ পানি আনতে যেয়ে সেই যুক্তি পাতানোর কথা শুনতে পেল।

মাতবরের ছোটবউ বড়বউকে বলল, আপা আজকে আমাদের বাড়িতে চোর আসবে আমরা কি করবো?! (ছোটবউ বড়বউকে ইশারা করে বুঝিয়ে দিল ঘরের পাশে চোর আছে) বড়বউ: হ্যা, হ্যা আমরা কি করবো?!!! ছোটবউ: আমাদের নিবেই বা কি!! আমাদের যা আছে তা তো ওই বাকা আমগাছে বেধে রেখে গেছে মাতবর। বড়বউ: হ্যা তাইই। চোরেরা সবশুনে ভাবল তাদের কাজ সহজ হয়ে গেছে। মাঝরাতে চোরেরা আসল। একজন গাছে চড়ল আর ২জন নিচে হাত পাতলো যাতে বস্তাটা পড়লে শব্দ না হয়।

এরপর যেই বস্তাটাতে দা দিয়ে কোপ দিল সাথে সাথে মৌমাছিতে ওদের ৩জনকে ছেকে ধরলো, ৩জনই মাতবরের ঘরের পাশে লাফালাফি করতে লাগল। ছোটবউ বলল, ঘরের পাশে নাচে কে? চোরেরা বলল, ওরে চাচীরে চাচী যে কল পাইতে থুইছো না নাইচে কি বাচি!!! এটা ছিল আমাদের ছোটবেলায় দাদার কাছে শোনা প্রিয় গল্পের একটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.