শিশুতোষ যে কোন রচনা।
প্রিয় ছড়াতো আসলে অনেকগুলো আছে, আজকে দুটোর কথা বেশী মনে পড়ছে।
১
আদর করে নাম রেখেছি আদুরে।
চিংড়ী ইলিশ চায় না কিছুই
কই খাবে সে ভাদুরে।
তোষক-বালিশ-জাজিমে নয়
ঘুমোবে সে মাদুরে।
মা হেসে কয় ঘরে এল
এ কোন দেশের সাধু রে?
২
মাখবো না তেল চুলে
রাখব ফিতে খুলে
কাঁদব আমায় ছুঁলে।
রাগ করেছি ঢের
রাগলে আমার হুঁশ থাকে না
আজকে পাবে টের।
পুতুল আলমারীতে
লুকোল কে রাতে?
ঠাট্টা আমার সাথে?
দুধ খাবো না ঠিক
টিকটিকিটা বলছে খুকু
ঠিক বলেছে ঠিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।