আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলায় লেখা অণুকাব্য

মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানবজমিন রইলো পতিত; ফলালে ফলতো সোনা

রবীন্দ্রনাথ যে বয়সে জল পড়ে, পাতা নড়ে লিখেছিলেন সে বয়সে আমার কাব্য প্রতিভা রবি ঠাকুরের চাহিতে কিন্চিত বেশী ছিলো। বছর পরিক্রমায় কবিগুরুর কাব্য প্রতিভা চরমভাবে বিকশিত হইলো, আর আমারটা কালের গর্ভে চিরতরে হারিয়ে গেলো। যাহা হউক, আমার শৈশবের প্রতিভার অল্প কিছু ঝলক একটি খাতায় সংরক্ষিত ছিলো আজ আপনাদের সম্মুখে উপস্হাপন করিতেছি। "হয়েছে এখন রাত খেতে হবে ভাত" "ঘরের উপর চাল গাছের আগায় তাল" "এক যে ছিলো ছেলে নাম তার পেলে" "আমার নাম সামি আমি খাই মিমি" "এক ছিলো গাধা এক চোখ কালো আর এক চোখ সাদা" "বোম ফেলেছে জাপানী সবার অনেক কাঁপানী" "এক যে পাখী দোয়েল হয় যে শুধু ঘায়েল" "আকাশের রং নীল মেঘ করে কিলবিল" "দেখতে চাইলে টিভি পড়তে হবে সবি" "পুকুরের ভিতর মাছ পুকুরপাড়ে গাছ"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.