আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলায় কে কি হতে চেয়েছিলাম??

মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময় তার ছেলেবেলা(মেয়েদের জন্য মেয়েবেলা হয়ত )। এই সময়টাতে বোধয় মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। কেউ স্বপ্ন দেখে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বাস ড্রাইভার, কেউ ফেরিওয়ালা, কেউ রিক্সাচালক, কেউ পুলিশ, কেউ কেউ হয়ত ডাকাত বয়স বাড়ার সাথে আর বাস্তবতার কঠিন আঘাতে অনেকের স্বপ্নই ভেঙ্গে যায়, অনেকে আবার পৌঁছে যায় স্বপ্নচূড়ায়। অনেক সিরিয়াস কথা হল এইবার আসেন বলি আমি কি হইতে ছাইসিলাম। ছোটবেলায় এত অসুস্থ থাকতাম যে আমার বেশিরভাগ সময় কেটেছে ডাক্তারের চেম্বারে নয়ত প্যাথলজিকাল সেন্টারে আমার ওজন থেকে নাকি ডাক্তার এর প্রেসক্রিপশন আর মেডিক্যাল রিপোর্ট এর ওজনই নাকি বেশী ছিল এখনও তাই আছে বলে আমার ধারনা ) ।

তাই ভাবতাম বড় হয়ে ডাক্তার হব। কিন্ত Biology নামক বিষয়টা পাঠ্যসূচীতে আসামাত্রই বুঝিলাম এ আমার কম্য নহে । বায়োলজিতে পাস করেই খুশি থাকতাম এরপর ক্লাস টেন এ পরার সময় ফ্যান্টাসি তৈরি হল কম্পিউটার নিয়ে, ভাবতাম হ্যাকার হতে পারলে জীবন সার্থক। বিভিন্ন সাইট হ্যাক করে, মানুষের একাউন্ট হ্যাক করে হব বিল গেটস আবার বিভিন্ন বিজ্ঞানী, মনিষীদের দেখে হতে চাইতাম নিউটন(এখনও হতে চাই ) অথবা সক্রেটিস এখন আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি। এখন স্বপ্ন শুধু পাস করে বের হয়ে সংসারের দায়িত্ব ঠিক ভাব পালন করা।

তাই স্কুল, কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের দেখি বুকের ভেতর একটু ইর্ষা জাগে, ভাবি যদি ফিরে যেতে পারতাম ছোটবেলায়, জীবনটাকে সাজাতে পারতাম নতুন করে!!! সেই সব ছেলেমেয়েদের জন্য আমার বুক ভরা ভালবাসা অসংখ শুভকামনা। আপনারা কে কি হতে চেয়েছিলেন?? মন্তব্যে পোস্ট দেন। দেখি কার সখ কতো আজিব ছিল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.