আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে

আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত সেদিন বেইলি রোড এর এক লাইব্রেরীতে ছোট বোনের জন্য আদিল এর গনিত মডেল নামের একটা বই কিনতে গিয়ে মজার একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। বইটা যখন উল্টে দেখছিলাম পাশ থেকে এক মহিলা আমাকে বলল বাবা তুমি ক্লাস নাইনে না টেনে? তিনি উত্তর না শুনেই আবার জিজ্ঞাস করলেন কোন স্কুলে পড়? পাশে আম্মু ছিল। প্রশ্ন শুনে আমি হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না। মাথা কিছুটা ঠাণ্ডা করে বললাম আন্টি আমি ভার্সিটিতে পড়ি।

এতক্ষণ খেয়াল করিনি পাশে দারানো একটা মেয়ে হাসতে শুরু করেছে। সে যাত্রায় আন্টি বাঁচিয়ে দিলেন, মেয়েটাকে ধমক দিয়ে বললেন ভুলত মানুষেরই হয় নাকি। রাস্তায় নেমেই চিন্তা করলাম আমাকে কি আসলেই বাচ্চা বাচ্চা মনে হয়। পরের দিন ছিল আমার ২২ তম জন্মদিন। সারা দিন চিন্তা করলাম।

চিন্তার ফলাফল ভার্সিটিতে পড়ি ১ বছর ৪ মাস হয়ে যাচ্ছে প্রথম বর্ষ ও শেষ করলাম কিন্তু এখনও ভার্সিটির ছাত্র হতে পারলাম না। চেহারায় ভার্সিটি স্টুডেন্ট ভাবটা এখন ও ঠিক ভাবে ফুটে ওঠেনি। কিন্তু এইত সেদিনি স্কুলে ভর্তি না হয়ে ও বাড়ির পাশের স্কুলে পলিথিনের ব্যাগে বই নিয়ে ছুটে যেতাম। স্কুলটার একটা বিশাল ব্যাপার ছিল সেটা হল স্কুলটা ছিল আদিবাসীদের। মনিপুরিদের বাচ্চা পড়ত সেই স্কুলে।

তখন বয়স ৫ হলে ও আমাকে দেখলে মনে হত এ বাচ্চাত কালকেই হাঁটতে শিখল। তাই ক্লাস ওয়ান পাশ করার পড়ও স্কুলের স্যার মেডামরা চাইলেন না আমাকে ২য় শ্রেণীতে তুলে দেয়া হোক। কি আর করা সাথে সাথে স্কুল পরিবর্তন। স্কুল্টার নাম এখন ও আমার মনে আচ্ছে “নবীন চন্দ্র সরকারী বিদ্যালয়। ” এখানে সিলেটের কেউ থাকলে যেয়ে স্কুলটা দেখে আসতে পারো।

এলাকার নাম বৈশাখী। আমি আমার লাইফে ১০ বারের মত স্কুল চেঞ্জ করসি। অনেক মানুষের সাথে পরিচয় হইসে কিন্তু জীবনের পাতায় তখন এত কমপ্লিকেটেড ছিল না যতটা এখন আছি। মাঝে মাঝে মনে হয় বড় হয়ে কি হবে ছোট হয়ে যাই না কেন আবার। কিন্তু পরিবর্তন মানুষের ধর্ম।

না চাইলে ও বড় হতে হবে। আমি ও বড় হচ্ছি দেখা যাক এই পরিবর্তন কোথায় নিয়ে যায়। প্রানের মানুষের সন্ধান খুঁজে পাই কিনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.