গনতন্ত্র মুখে বললে আসে না , গনতন্ত্র আনতে প্রয়োজন গনতন্ত্রের চর্চা । যদি তাই হয় তাহলে বহুল আলোচিত আমাদের সেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে ফিরে যাওয়া আসলেই গনতন্ত্রের জন্য হুমকি সরুপ
এখন প্রশ্ন হতে পারে কেন সেটা বিপদজনক আমাদের কষ্টার্জিত গনতন্ত্রের জন্য ?
* লজ্জা , লজ্জা , লজ্জা । তত্ত্বাবধায়ক সরকার আমাদের গনতন্ত্রের সবচেয়ে বড় লজ্জা । গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক সরকার মোটেও কাম্য নয় ।
* ন্যাড়া কিন্তু একবারই বেল তলায় যায় কিন্তু হাসিনা-খালেদা যায় বার বার।
গত নির্বাচনের আগের যেই তিক্ত অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা গ্রহন করা খুবই প্রয়োজন । সেনা বাহিনীর বিপথে নিয়ে যেভাবে অশুভ শক্তি আমাদের দেশের গনতন্ত্র ব্যাহত করেছে তা আর কি বলার জো আছে ।
* দেশের এখন যেই উন্নয়ন কর্মকাণ্ড চলছে তাতে সরকার এখন তিন মাসের জন্য সড়ে যাওয়া শুধু গনতন্ত্রের জন্যই হুমকি নয় বরং ওই প্রকল্প গুলিও থেমে যাওয়া ।
* দেশের জনগন কষ্ট করে ভোট দেয় । সেই ভোটের চরম অপমান হল এই তত্ত্বাবধায়ক সরকার ।
* তত্ত্বাবধায়ক সরকার সরাসরি গনতন্ত্র ও সংবিধানের পরিপন্থী ।
* দেশ , দেশের সারবভুমত্ত ও দেশের মানুষকে সমুহ বিপদের মুখে ঠেলে দেয় এই অগণতান্ত্রিক পদ্ধতি।
* এই পদ্ধতি সম্পূর্ণ আমাদের তৈরি এবং বিশ্বের কোথাও এমন নজির নেই , তবে এর সৃষ্টি হয়েছিল আমাদের রাজনিতিক দলগুলুর মধ্যকার বৈরিতার জন্যই কিন্তু এখন সময় এসেছে সেই ভুল শোধরানোর ।
হাইকোর্টের রুলের মাধ্যমে এই আইন নিশ্চিত করা হয়েছে এবং চিরতরে তত্ত্বাবধায়ক নামের সেনা শাসনের পরিসমাপ্তি ঘটেছে যা এককথায় বিএনপি এবং আওয়ামিলিগের সপ্ন ।
যারা কিছু ভুল ব্যাখ্যা দেবেন তাদের জন্য কিছু কথা
• দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন করার মত অবস্থান আমাদের দেশে তৈরি হয়নি বলবেন , তাদের জন্য আমার কথা হল এই ভাবে চিন্তা করলে জীবনেও হবে বলে মনে হয় না তবে কোথাও না কোথাও থেকেতো শুরু করতে হবে তাই না ?
• নিরপেক্ষ নির্বাচন হবে না এবং আওয়ামীলীগ জয়লাভ করবে কারচুপি করে ।
কথাটি একেবারেই টিকে না মার্কেটে । দেখুন এখন তথ্য প্রযুক্তি তথা মিডিয়ার যেই বিস্তৃতি এখন কোন রকম কারচুপি করার কি জো আছে আর ধরুন যদি হয়েই যায় তাহলে জনগন ওই নির্বাচন কখনই মানবে না চাপের মুখে সংসদ ভেঙ্গেই যাবে ।
• হাইকোর্ট তো বলেছেই যে আরও দুই টার্ম নির্বাচন করা যেতে পারে তত্তাবধায়কের অধিনে । দেখুন, আইনজীবীরা সমস্যা সৃষ্টি করেই আয় করেন আর আমরা শুধু শুধুই লাফাই । একবার চিন্তা করেছেন কেন দুই টার্ম বললেন কেন বললেন না ১ টার্ম বা ৩ টার্ম ? কেননা তাতে সমান হবে না ঠিক দুই টার্ম পর একই ভাবে মামলা গরাবে আদালতে এবং তখন হবে রায় ।
দেখুন পৃথিবীতে অনেক কিছুই প্রথম বারের মত হয় এবং মাঝে মাঝে সেই প্রথমবারের সৃতি ভাল হয়ও না । তারপরও কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হয় নতুনের দিকে, ভালর দিকে ফলাফল যাইই হোক না কেন ।
তত্ত্বাবধায়ক সরকার আমাদের গনতন্ত্রের লজ্জাস্বরূপ । এটির বিদায়ের মাধ্যমে আরেকবার আমরা গনতন্ত্র প্রতিষ্ঠা করলাম । এখন কথা হল অন্তর্বর্তীকালীন সরকার বা নির্দলীয় সরকার বা বহুদলীয় সরকারের রূপরেখা কেমন হবে ?
আমি সংবিধান বিশারদ নই বা প্রখর রাজনৈতিক জ্ঞ্যানও নাই তাই কোন রুপ রেখা দিতে পারলাম না তবে আপানাদের কাছে অবশ্যই আবেদন থাকবে যদি একটি সুন্দর ধারনা থাকে আপনাদের কাছে এই বিতর্কিত বা অস্পস্থ বিষয়টি সমাধানে তাহলে আমাদের সাথে শেয়ার করবেন ।
তবে আমাদের জন্য আশার কথা হল যে সংসদীয় সরকারের চিন্তা থেকে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কথাতে চলে এসেছে আর এখন বিরোধীদল বলছে নির্দলীয় সরকারের কথা । সুতরাং সামনে হয়ত আমরা একটি নির্দিষ্ট জায়গা দেখব যেখানে দুই দল একটি জায়গায় চলে আসবে । কিন্তু সিদ্ধান্ত যাই হোক আমরা আর এক মুহূর্তের জন্যও অনিরবাচিত লোকের হাতে দেশের শাসনভার দেখতে চাই না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।