অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর তীব্র চাপে টানাপড়েনের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টকে কাজ করতে হয়েছে বলে জানিয়েছেন হাইকোর্টের বিদায়ী বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ।
তিনি বলেছেন, "বিগত দুই বছর অনির্বাচিত প্রশাসনের সময় মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। গণতন্ত্রের অনুপস্থিতিতে মানুষের জীবনে প্রচণ্ড সংকট সৃষ্টি হয়। এর তীব্র চাপে সুপ্রিম কোর্টকে টানাপড়েনের মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। "
আইনজীবী সমিতির পক্ষে দেওয়া বিদায়ী সংবর্ধনায় বিচারপতি রশিদ এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, "যখন বিচার লাভের পথে বাধা সৃষ্টি করা হয় তখন মানুষের অসহায়ত্ব প্রবল হয়ে উঠে। কিছু কিছু উদ্যোগের পেছনে আইনের কোন অনুমোদন ছিল না। কোন অগণতান্ত্রিক পন্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা বা আইনের শাসন সম্ভব নয়। সংবিধানকে অবজ্ঞা করে, পাশ কাটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা শঠতা ছাড়া কিছু নয়। "
গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার পর প্রজাতন্ত্রের সংবিধান রাহুমুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন বিদায়ী বিচারপতি।
"গণতন্ত্রের সম্ভাবনা আজ উজ্জলতর। তবে সবার আশা-আকাক্সক্ষা, এমনকি উচ্চাভিলাষ সংবিধানের আওতায় হতে হবে নিয়ন্ত্রিত। তাহলেই গণতন্ত্রের বিকাশ ও উঁচুতর গণতন্ত্রে উত্তরণ হবে সহজতর," মন্তব্য করেন বিচারপতি আবদুর রশিদ।
সৌজন্যে: বিডিনিউজ
এখানে দেখুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।