আমাদের কথা খুঁজে নিন

   

অনির্বাচিত খোঁজ



নিশিত রাত্রী বেলায় পা আটকিয়ে গিয়েছে গুল্মলতায়; চারদিকে চেয়ে দেখি কেউ নেই, নেই কারো পেতে রাখা ফাঁদ। শুধু দেখেছি সমপরিমাণে দুর হতে বহুদুরে ছড়িয়ে গেছে; আমার সামনে সমুদ্র। একজন মানুষ আমার অসমাপ্তের পিছুটানে আমি চাই তার বিশ্বাস সম্পর্কের দলে ভিড়ে আজকাল ব্যাক্তিগত প্রয়োজনে স্বাচ্ছন্দ্য শাড়িতে ভীষণ ক্ষয়-ক্ষতি হোক অগ্রসরমান তোমার ব্যক্ততে। আমি অনির্বাচিত তাই হয়তো ভূলে গেছে সবাই স্মৃতি থেকে অজানায় যায় জানা শেষ প্রীতি, হিসেব কষে নিজের সারলিক কৌতুক, জাগতিক প্রেম; তাই সৃস্টি খোঁজে আপন মনে স্রষ্টারে আর সুম্মিতা আমায় খোঁজে সম্পর্কের প্রেমে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.