যা মন চায় তাই লিখি
বিরোধীদলের কাজ হচ্ছে সরকারের কাজে সহায়তা করা ও তার গঠনগত সমালোচনা করা যাতে আরও ভাল করা যায় । কিন্তু আমদের দেশে একটা প্রচলিত নীতি হয়ে গেছে যে, সরকার দল যে কাজ করবে বিরোধী দল তার বিরোধিতা করবে, সেটা ভাল হোক আর খারাপ হোক ।
বিএনপি এখন নির্দলীয় সরকারের দাবীতে অনড়, কিন্তু নির্দলীয় সরকার কি বাস্তবেই খুব দরকারি ?
একটা গণতান্ত্রিক দেশে অনির্বাচিত সরকার কখনো ই কাম্য ছিল না, থাকতে পারে না । তারপর ও এই অনির্বাচিত সরকার এসেছিল একটা আন্দোলনের মধ্য দিয়ে, আওয়ামীলীগ যার অন্যতম দাবিদার ছিল । তখনের নির্বাচন পদ্ধতি ছিল অনেক পুরানো , যেখানে কারচুপির বেপারটা ওনেক সহজেই করা যেত ।
তখনকার কিছু নির্বাচনের বিশাল কারচুপির কথা প্রায় সবার ই জানা, যাঁদের জানা নাই তারা একটু খোজ নিলেই জানতে পারবেন । তাই তখনের পরিস্থিতির বিবেচনায় অনির্বাচিত সরকার গঠন করা হয় ।
বর্তমানের নির্বাচন পদ্ধতি অনেকটা আধুনিক , বর্তমান ইলেক্ট্রনিক মিডিয়া এর সুবাদে এখন চাইলেও নির্বাচনে কারচুপি করাটা সহজ নয় । তাছাড়া এই সরকারের আমলে সিটি করপরেশন নির্বাচন সহ মোটামুটি ১০০০ এর বেশি নির্বাচন হয়েছে, যেগুলোর গ্রহণযোগ্যতা সবার কাছে এমন কি বিএনপির কাছে ও পেয়েছে ।
তাই এই পরিস্থিতিতে বিএনপির ভাল করে ভেবে দেখা উচিৎ যে তাদের এ আন্দোলন কতোটা যৌক্তিক হবে, এবং জনসমর্থন পাবে.।
। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।