অ. স্বপ্নের সন্ধানে আমি মুসাফির জীবন মরুতে দেখি মরীচিকা, দুঃস্বপ্নেরা দু’চোখে করে ভীড় বেদুইন বুক ধূলিঝড়ে ঢাকা। আ. রন্ধ্রে রন্ধ্রে আজ পাখির মতোন বিষাদ বেঁধেছে খোপ খোপ ঘর, কি জ্বালা কি জ্বালা দিবস যাপন ব্যথায় বিলাপে কাটছে প্রহর। ই. হঠাৎ গ্রহণ লাগে সূর্য চাঁদে দিশেহারা হই দিনের আঁধারে এক কোণে বসে স্নেহগুলো কাঁদে জিভে লোনা স্বাদ একফোঁটা বাড়ে। ঈ. ফোঁটা ফোঁটা জলে হলো সমুদ্দুর একদা এখানে ছিলো মরুভূমি শাসন করতো অরুদ্ধ রোদ্দুর এইখনে এসে গূঢ় জলে নামি। উঃ এতো অসঙ্গতি পরতে পরতে সকাতর হয়ে ভাবি এভাবেই একদিন আমি মরে যাবো বটে মৃত্যুর পরে তো আর কিছু নেই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।