আমি আমার মতই বাঁচি, আমি বিহঙ্গ, নিঃসঙ্গ পাখি । বাইরে মুষল ধারায় বৃষ্টি হচ্ছে । আর আমার আবিরাম ভাবে বেজে চলেছে দুইটা গান । ' rain drops are fallin' on my heads' আর অঞ্জন দত্তের আমি বৃষ্টি দেখছি । তাই ভাবলাম আমার পছন্দের আরও কিছু বৃষ্টির গান আপনাদের সাথে শেয়ার করি ।
১। আমার সবচেয়ে পছন্দের গানঃ
rain drops are fallin' on my heads
rain drops are fallin' on my head
২। আমি বৃষ্টি দেখেছিঃ
আমি বৃষ্টি দেখেছি
৩। বৃষ্টি, রাগাঃ
বৃষ্টি, রাগা
৪। এই বৃষ্টি ভেজা রাতেঃ
এই বৃষ্টি ভেজা রাতে, আর্টসেল
৫।
এপিটাফ, অয়ারফেজঃ
এপিটাফ
৬। একদিন বৃষ্টিতে বিকেলে, অঞ্জন দত্ত
একদিন বৃষ্টিতে বিকেলে
৭। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, পার্থ
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
৮। এখনি নাম্বে বৃষ্টি, হাবিব
এখনি নামবে বৃষ্টি
৯। চলো আজ বৃষ্টিতে ভিজি, হাবিব
চলো আজ বৃষ্টিতে ভিজি
১০ ।
ভাবি কখন বৃষ্টি নামবে, মৌসুমি ভৌমিক
ভাবি কখন বৃষ্টি নামবে
১১। বৃষ্টি, তপু
বৃষ্টি, তপু
রবীন্দ্র সঙ্গীতের কথা আর লিখলাম না । কারণ আমার মনে হয় ঐ গান গুলো সবার কাছি আছে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।