বেড়েছে নাকি শিষা বাতাসে আজ তোমার মুখটা ফেকাসে
আজ তুমি হাসতে গিয়ে পারছনা হাসতে অনায়াসে
বলবে নাকি খুলে আমাকে আজ তোমার হয়েছে টা কি
হয়তো আমার কিছুই করার নেই তবুও শুনতে যে চাইছি
উ…মামা তুমি গোমড়া মুখে থেকনা আমার ভাল লাগেনা
উ…মামা তুমি মুখ ফেকাসে থেকনা দেখতে ভাল দেখায়না
কেন তুমি হাসনা মন খুলে কিসের এতো অভিমান তোমার
নিত্যদিনের ঝুট ঝামেলা সেতো যাবেনা কোথাও জায়গা নেই যাবার
তবুও হাসতে তোমার হবেই ভাসতে হবে ভালো মনের আলো জ্বালো
মুছতে হবে পৃথিবীর নোংরা আর ময়লা যত দুমড়ে মুছড়ে উপড়ে ফেলো
উ…মামা তুমি গোমড়া মুখে থেকনা আমার ভাল লাগেনা
উ…মামা তুমি মুখ ফেকাসে থেকনা দেখতে ভাল দেখায়না
জানলা খুলে দেখ তুমি ডাকছে তোমায় সুন্দর পৃথিবী
দেখ ফুল পাহাড় নদী তোমার জন্য গাইছে বনের পাখি
তোমার চোখে স্বপ্ন দেখে ঘর ছাড়ার দু:খ ভুলে আছি
জীবনতো এমনই মনের চোখে দেখতে হয় যেমন কানামাছি
উ…মামা তুমি গোমড়া মুখে থেকনা আমার ভাল লাগেনা
উ…মামা তুমি মুখ ফেকাসে থেকনা দেখতে ভাল দেখায়না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।