আমাদের কথা খুঁজে নিন

   

একমুঠো আত্মজিজ্ঞাসা: দুই দশক শেষে

বিশুদ্ধ জ্ঞানের সন্ধানে...

কত দ্রুত চলে যায় রহমের দিন আমি বসে ভাবি, এই অবেলায়, দিনগুলো কেটেছে কি যেমন আশা নাকি অবহেলে কেটে গেলো বৃথা এ সময়। অল্প ক্ষণের তরে এসেছিলে তুমি আবার কি পাবো দেখা বছরের পর, পথের দিশা দাও প্রভূ হে আমার কতটুকু পেলাম তা তোমারি গোচর। (উদাইনা জামালুদ্দিনের Not done enough this Ramadan কবিতার অংশবিশেষের ভাবানুবাদ) দুই-তৃতীয়াংশ শেষ। বাকি এক দশক। কতটুকু পেলাম আমরা রমজান থেকে? কেমন ইচ্ছা ছিল, কতটা করতে পেরেছি, আসুন একবার হিসেবটা মিলিয়ে দেখি। হয়তো পেরেছি অনেকে, সে প্রশংসা আল্লাহর। যারা পারিনি, তাদের জন্য এখনও এক দশক রয়েই গেছে। এ প্রশ্নগুলো নিজেকে করার সময় বোধহয় এখনই। এর সাথে নিজের ব্যাক্তিগত পরিকল্পনার প্রশ্নগুলোও মিলিয়ে নিতে পারেন। 01. যতটুকু কোরান পড়তে চেয়েছিলাম, পেরেছি কি? পিছিয়ে পড়িনি তো? 02. পিছিয়ে পড়ে থাকলে আগামী দিনগুলিতে সেটা পুষিয়ে নিতে কতটা বারতি পড়া দরকার? 03. তারাবিটা কি নিয়মিত হয়েছে? নাকি কোন দূর্বল অজুহাতে নিজেকে বঞ্চিত করেছি? 04. তাহাজ্জুত ক'টা দিন পড়লাম? 05. পাঁচ ওয়াক্ত নামাজে কতটা আন্তরিকতা ছিল? গতানুগতিকের চেয়ে বাড়াতে পেরেছি কি? 06. কাউকে কি ইফতারি করিয়েছি? 07. ক'জনকে সাহায্য করতে পেরেছি? হোক না সে সামান্য ভিখারি... 08. একাগ্রতা, ভয় আর আশা নিয়ে নিয়মিত কি ক্ষমা চাইতে পেরেছি আল্লাহর কাছে? 09. রমজানের নামাজ, কোরান পড়ার ব্যপারে ক'জনকে আন্তরিকতার সাথে আহ্বান করেছি? 10. এমাসে কতগুলো নতুন আয়াত মুখস্থ হলো? 11. আগের চেয়ে আরেকটু ধৈর্যশীল কি হতে পারলাম? 12. রাগ নিয়ন্ত্রণে কতটা সফল হয়েছি রোজার সময়? 13. পরচর্চা এড়াতে কতটা চেষ্টা করেছি? 14. আমার ভালকাজগুলো কি নিছক আল্লাহর জন্যই করেছি, নাকি অন্যকে প্রভাবিত করতে, প্রশংসা শোনার জন্য করেছি? (একটি সার্বক্ষণিক প্রশ্ন) 15. অণু পরিমান অহংকারও কি কখনো জেগেছে মনে? 16. সময়গুলো কি আগের চেয়ে একাগ্রতায়, আত্মবিশ্লেষণে কেটেছে? 17. প্রার্থনায় প্রভূর কাছে কি কাঁদতে পেরেছি? 18. কোরান ছাড়া আর কি কি ইসলামি সাহিত্য পড়তে পারলাম? 19. আমার পাপের জন্য আন্তরিক অনুতপ্ত হতে পেরেছি কি? 20. আমাকে যারা আঘাত দিলো, তাদের কি ক্ষমা করতে পেরেছি? 21. আমি কি আমার কোন ব্যবহার, কথা, ইচ্ছা বা কাজে কাউকে কষ্ট দিয়েছি? 22. অন্য সময়ের চেয়ে বেশি দান করতে পারলাম কি? 23. কোন অমুসলিমকে কি রমজান ও ইসলামের কথা বলার চেষ্টা করেছি? 24. নিস্ক্রিয় মুসলিম কাউকে কি রমজান ও ইসলামের কথা বলেছি? 25. রোজা রেখে ক্ষুধায় কি বিরক্ত হয়েছি নাকি আনন্দ পেয়েছি? (যারা পড়বেন এটা, রমজানকে আরো সুন্দরভাবে কাজে লাগাতে এই লেখক তাদের সকলের দোয়াপ্রার্থী) এটি একটি ফরোয়ার্ড মেইল অবলম্বনে লেখা... [link|http://www.ontdekislam.nl/ramadan_vasten.php|Qwei K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।