আমাদের কথা খুঁজে নিন

   

একমুঠো.................

কিছু পেতে চাইলে কিছু ত্যাগ করতে হয়...জানিনা কতটা সত্যি...
একমুঠো চাঁদের আলো ধরবো বলে হেটে বেড়াই সপ্তর্ষীর ছায়াপথে একমুঠো ধ্বনি ধরবো বলে '৫২তে রক্ত ঝড়ালাম রাজপথে একমুঠো মৃত্তিকা আমার হবে বলে '৭১এ স্বাধীনতা আনলাম আমার তরে। একমুঠো আদর পাবো বলে মায়ের মুখে হাসি হলাম কোল জুড়ে একমুঠো রাগ নিবো বলে ভাইয়ের শার্টে কালো দাগ দিলাম টেনে একমুঠো স্নেহ পাবো বলে স্কুল-কলেজের গন্ডি পেরিয়েছি স্বগর্ভে।। একমুঠো রোদ ধরবো বলে দৌড়ে বেরিয়েছি প্রান্তরের সীমানাতে একমুঠো কাকচক্ষু জল নিবো বলে সমূদ্রে নেমেছি সাতার না জেনে একমুঠো সুবাস নিবো বলে বাগান করেছি পুকুর ঘিরে।। একমুঠো ভালবাসা দিবো বলে প্রতীক্ষায় শিকড় গেড়েছি ঘরের কোনে একমুঠো ভালবাসা পাবো বলে চাতকী আমি অর্গলের পানে তাকিয়ে।। একমুঠো মাত্র একমুঠো একমুঠো ভালবাসার তরে এই আমি অজানা তোমার জন্যে।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।