মাতাল হাওয়া, জানালার বাহিরে শুকনো পাতার মর্মর নিনাদ আমি ঠিক শুনতে পাই, চেনা পায়ের শব্দ গাঢ় ঘুমের স্তরে স্তরে তার অস্তিত্ব জেগে উঠে প্রতিমা'র মতন আঠালো ঘুমে দেখি বাহিরে জোসনা গলে পড়ছে রাতের শরীরে মৃদু বাতাস ফুলের আভরণে গভীর সঙ্গমে মদে মাতাল ঘুমের চাতাল উড়ে যায় বাউন্ডুলে প্রেমিকের অস্তিত্ব খুঁজি প্রতিমার যে প্রতিমা চোখের গাঢ়ত্বে শোকের সমুদ্রসমজল নিয়ে অভিমানে মিলে গেলো সুর্যের কনারে... অথচ গালভরা হাসি এখনো অনন্ত,বুক পাটাতনে....... প্রতিমা খুঁজি আমি ! নাকি প্রতিমা খুঁজে আমায় জোসনার কিরণে ! বহুকালে যে চলে গেলো বিলীন হওয়া ঢেউয়ে....... ১৮/০৬/২০১৩, ঢাকা, বাংলাদেশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।