আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্বের আর্তনাদ।

রোকেয়া ইসলাম অস্তিত্বের আর্তনাদ। চারিদিকে কেবল অস্থিরতা খুন, রাহাজানি, হানাহানি.... এ কেমন দেশ আমার? ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে- তিল তিল করে অর্জিত স্বধীনতা, আজ বিলুপ্তির পথে। মা, মাটি, দেশ সবুজের আল্পনা, সবই যেন খাঁ খাঁ করছে। কুচক্রি মহলের কাছে আমরা বন্দি, বন্দি আমাদের বিবেক, বন্দি মুখের ভাষা, বন্দি আমাদের হাত, পা। মাঝে মাঝে প্রতিবাদী হয়ে উঠা- কলমের কালিগুলোও রং হারায়।

সাদা কাগজে সাদা কালির ভাষা, বড় দুর্বোদ্ধ মনে হয়। হিংস্র হায়ানারা কেড়ে নিতে চাইছে- মুখের গ্রাস। । বাঁচার জন্য কেবল যুদ্ধ-- গোলাগোলির শব্দে ইন্দ্রিয় আজ ভোঁতা, আকাশে বাতাশে বারূদের গন্ধ, তার সাথে মিশে আছে-- কর্পুর আর লাশের গন্ধ। প্রচন্ড মানুসিক চাপে- আমি নিজেকেই হারিয়ে ফেলি।

ভুলে যাই সকল অস্তিত্ব। এ বন্দি দশা থেকে আমি মুক্তি চাই, প্রান ভরে নিঃশ্বাস নিতে চাই, আমি স্বাধীনতার সুখ চাই, স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের, সুবিধা নিয়ে বাচঁতে চাই। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।