আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্বের খোঁজে

আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!

অসংখ্য নির্ঘুম রাত্রিতে আমি ব্যস্ত রাখতে থাকি নিজেকে, বছরের পর বছর কাটতে থাকে, আমি ডুবতে থাকি নিজের আরও গভীরে, একসময় আমি ছাড়া আর কারও অস্তিত্ব আমি ভুলে যাই আমার ভেতর। ভুলে যাবার প্রচন্ড চেস্টা করি কিন্তু নিজের ভেতরে যত প্রবেশ করি, ঘুরে ফিরে চলে যাই তোমার কাছে। মাঝে মাঝে আক্ষেপ নিয়ে ভাবতে বসি তবে কি আমার আমিত্ব হারিয়ে ফেলেছি? . . . উত্তর পাই না! কেউ উত্তর দেবার জন্য এগিয়ে আসে না!! নিজের এতটা গভীরে কি আমি রেখেছিলাম তোমাকে যে নিজের মাঝে সম্পূর্ণ হারিয়ে যাওয়ার পরও আমি শুনতে তোমার কন্ঠস্বর? নিজের অনেক গভীরে ডুবেছি, অনেক অনেক গভীরে, কিন্তু সেখানেই যে রেখেছি তোমাকে, তা বুঝেছি অনেক পরে। (এই কবিতাটা ভাল লেগে থাকলে অবশ্যই এখানে ক্লিক করবেন )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।