আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্বের অনুভূতি



আমার জীবনের সসবচেয়ে আনন্দ পূন দিন হলো যেদিন আমার সন্তান "অনন্য" পৃথিবীতে এলো। সেই দিনের আনন্দ অনুভূতি প্রকাশের ভাষা আমার নেই। আমার মনে হয় সব মায়ের অনুভূতি গুলো একই রকম। যেদিন আমার ভিতরে ওর অস্তিত্বের উপস্হিতির সংবাদ জানলাম সেদিন থেকেই অপেক্ষার প্রহর গুনতে শুরু করলাম। কবে সেদিন আসবে যেদিন আমি পরম মমতায় ছুঁয়ে দেখবো ওর ছোট ছোট হাত পা।

কবে আদর করে ভরিয়ে দেব ওকে। জুনিয়র কে নিয়ে কত যে ভাবনা আমাদের দুজনার। ১১ জানুয়ারী ১৯৯৬ইং সকাল বেলায় আমাকে অপারেশন থিয়েটারে নেয়া হলো। যাবার সময় আমি দেখে গেলাম আমার মায়ের উদ্বিগ্ন মুখ তার সন্তানের জন্য। অবশেষে আমার সন্তান ভুমিষ্ঠ হলো।

আমি "মা" হলাম। কেমন যেনো একটা অনুভূতি। এই সেই আমার সন্তান ,যার জন্য আমার এতদিনের লালন করা ভালবাসা,আদর স্তুপ হয়ে আছে। আমি অনুভব করলাম আমার মধ্যের মাতৃত্ব কে। আমি নতুন করে উপলব্ধি করলাম আমার মাকে ,মায়ের আদর, ভালবাসা,স্নেহ কে।

অনন্য বড় হচ্ছে। ভীষন দুরন্ত। এক মুহুত থেমে যাওয়া নেই। এখানে আমাকে একাই সামলাতে হয়। মাঝে মাঝে বিরক্ত হই।

ওর বাবা সারা দিন বিশ্ববিদ্যালয়ে থাকে। তার পরেও বাবার ভীষন ভক্ত। ও যদি কখনো চুপ হয়ে থাকে আমার ভালো লাগে না। মনে হয় কোথাও ছন্দ পতন ঘটলো। আমার মায়া লাগে,কান্না পায় ........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।