আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্বের যন্ত্রনা

খাঁচার ভেতরে যে প্রান থাকে সে প্রানের থাকে পরিচয় খাঁচাকে ছাড়িয়ে গেলো যে আত্না, সব আত্না কি এক আত্না নয়? সব আত্নার পরিচয় ঘুঁচে যায় কখন? সপ্ন আর বাস্তবতার? দিন-রাত্রি, আলো-আঁধার, শব্দ-শব্দহীনতার ভালো-মন্দের? যাবতীয় সকল ভেদাভেদির, বেদ-পুরান-কুরআন জ্ঞান জানার বুঝার? তখন তো থেমে যায় সকল সময় অথবা সময়ই শুরু হয় তখন থেকে সকলই কেবল অনিশ্চয়তা, নিশ্চয়তা পাবো কি? নিশ্চিত সত্য? আমরাতো এটাও জানি যে, সত্য+মিথ্যা আপেক্ষিক। তাহলে? তাহলে কি কেবল অপেক্ষা? এক নিশ্চিতের, অসীমের এবং.... চিরন্তনের।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।