posondo kori,kintu bortoman bd er rajnite neya hotas. বিরহ বিষাদ- সিদূর লাল রঙ্গা মেঘ- সন্ধ্যার প্রথম আধারে নির্জন পথ- তরংগ হীন নদী। এ সবই তুমি দিয়ে, করে গেছ নির্বাশিত। তাই আজ- বিষাদের সব নীল সুষে,সুষে ঠোটে ধরে রাখি, বিষাদ এখন ধুসর প্রায়।। আমার অধোর আজ সূর্যের বুকে চুমু খেতে চায়, গোধুলির সবটুকু লাল চোখে ধরে রেখে-- আজ আমি ঈশ্বরের চোখে, চোখ রাখতে চাই। রাতের প্রহরের সবটুকু আধার কাজল করে রাখি- আলোর চোখে মাখব বলে। নির্জন পথে আজ একা হেটে ফিরি-- যদি মৃত্যু দুতের সন্ধ্যান মেলে। আজ যত ব্যাথা দিতে পার দিয়ে যাও--- এখন আমি,ক্ষুদ্র ধুলির মাঝে মহাবিশ্ব দেখি, নিথর জলের ভিতর লুপ্ত প্লাবন- ইন্দ্রের চোখের জল দিয়ে আজ করি আমি শুদ্ধ অবগাহন।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।