আমাদের কথা খুঁজে নিন

   

মুভিঃ Grave of The Fireflies (1988) || আবেগে চোখ ভিজে যাওয়া দুই অনাথ ভাই-বোনের গল্প (ডাউনলোড লিঙ্কসহ) [রিপোস্ট]

"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র" Grave of the Fireflies (1988) IMDb Ratings: 8.4 মুভিটি প্রথম মুক্তি পায় Hotaru no haka (The Grave of the Fireflies) নামে, জাপানের থিয়েটারে ১লা জানুয়ারি ১৯৮৮ সালে। মুভিটি নির্মিত হয়েছে Isao Takahata (Director) এর একই নামের একটি জাপানী উপন্যাস অবলম্বনে। মুভি নির্মাণ এর জন্য ভাড়া করা হয়েছিল তৎকালীন বিখ্যাত এনিমেশন স্টুডিও "Studio Ghibli"। মুভিটির প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের মাস। মুভির গল্পটা মূলত ১৪ বছর বয়সী সেইটা এবং তার ৪ বছর বয়সী বোন সিটুকু কে কেন্দ্র করে।

যারা দুজনেই অনাথ হয়ে যায় যুদ্ধের শেষ মাসে ১৯৪৫ সনে। তাদের বাবা একজন জাপানী নেভি। রেশন আর বাসস্থান সব মিলে তাদের সবার ভালই যাচ্ছিল দিনকাল। যখন আমেরিকার একটি যুদ্ধ বিমান তাদের ঘরের উপর আঘাত হানে, তার মা অগ্নিদগ্ধ হয়ে হাস্পাতালে বসে মারা যায়, তাদের বাবাও মারা যায় নৌ-জাহাজে বোম্বিং এর ফলে। তারা আশ্রয় নেয় তাদের এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাসায়।

কিন্তু তাদের উপর শর্ত জুড়ে দেয়া হয়, যদি তারা তাদের মায়ের সব কাপড় তার আত্মীয়কে দেয় শুধুমাত্র তবেই তারা খাবার জন্য কিছু চাল পাবে। কিছুদিনের মধ্যেই তাদের মায়ের সব কাপড় শেষ হয়ে যায়। ফলশ্রুতিতে তারা ঐ আত্মীয়ের বাসা থেকে বিতাড়িত হয়। এর পরই শুরু হয় দুই অনাথ ভাই বোনের ক্ষুদা আর টিকে থাকার বিরুদ্ধে মর্মান্তিক যুদ্ধ। ক্ষুদার দায়ে তারা কখনো চুরি করা শুরু করে আবার কখনও বা না খেয়ে থাকে।

আর এর মধ্য দিয়েই এগিয়ে যেতে থাকে মুভির কাহিনী। মুভিটির বাকি অংশ দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারি নি। [প্রায় শেষের দিকের একটি মুহূর্ত এটি...] যারা Action, Crime, Thriller, Romantic কিংবা অন্য Genre এর মুভি দেখতে অভ্যস্ত তাদের কে বলছি, একটু সময় নিয়ে এই মুভিটি দেখতে পারেন। যদিও এটি একটি 2D এনিমেশন মুভি, কিন্তু মুভিটি আপনাদের ভাল লাগবে আশা করি । একটি এনিমেশন মুভিও যে মানুষকে এতটা আবেগী করে তুলতে পারে, চোখে পানি এনে দিতে পারে, মুভিটি না দেখার আগ পর্যন্ত বুঝিনি।

মুভিটি দেখুন। আশা করি ভাল লাগবে। ডাউনলোডঃ __________________ ·٠•● টরেন্ট ডাঊনলোড লিঙ্ক ·٠•● English Subtitle Download (আমার নিজের আপলোড করা। ) ·٠•● Stagevu ডাউনলোড লিঙ্ক (Built Subtitle) __________________ ভাল থাকবেন। **** আমার আরেকটি মুভি বিষয়ক পোস্ট দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

·٠•● "পালানো" নিয়ে কয়েকটি জগৎবিখ্যাত মুভি (ডাউনলোড লিঙ্কসহ)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।