" কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে মারতে যেন ভুল না হয় "
কিছু করার ইচ্ছে, কিছু বদলানোর স্বপ্ন অপরিসীম কল্পনা। এই তিনের যোগসূত্রে আমাদের পথ চলা। স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশের, ইচ্ছে একটা বৈষম্যহীন অভাবহীন বাংলাদেশের, লক্ষ্য স্বপ্নের বাংলাদেশ গড়ার। আপনিও কি সেই সপ্নই দেখছেন? চলে আসুন আমাদের ভেলায়। নদীমাতৃক বাংলা মায়ের কোলে নেমে পড়ুন স্বপ্ন সত্যি করার অভিযানে বর্ণমালা এর সাথে।
আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের সামাজিক অবস্থান কে উন্নত করা। ক্রমবর্ধমান কিছু সামাজিক সমস্যাকে প্রতিহত করে সামাজিক সুস্থিরতা ফিরিয়ে আনা। ইভটিজিং, নারী নির্যাতনের মতো সামাজিক সমস্যাগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রয়োজনে নিজেদের সামর্থ অনুযায়ী সাহায্য করা।
এ ছাড়াও দূর্যোগ যেমন প্রাকৃতিক দূর্যোগ ( বন্যা, ঘূর্নিঝড়, ভূমিকম্প ) ইত্যাদিতে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা নিজ নিজ অবস্থান থেকে। অথবা মানবসৃষ্ট দূর্যোগ ( অগ্নিকান্ড ) এ মানুষ কে সাহায্য করা।
সমাজের ছোট ছোট সমস্যা যেগুলো গোষ্টীবদ্ধ ভাবে বিরাট আকার ধারন করতে পারে, তাদের ঠেকানোর লক্ষ্যে সোচ্চার হওয়া। মাদকাসক্তি, এসিড সন্ত্রাস, শিশু শ্রম, পর্নোগ্রাফি ইত্যাদি। আপনিও চলে আসুন আমাদের সাথে। করুন সামর্থ মতো সাহায্য, সেটা যে কোন ধরনের হতে পারে। আর্থিক কিংবা মানবিক।
অন্তত পাশে থেকে উৎসাহ দিন। আমরা আছি আপনার সাথে, আপনার পাশে।
মনে করতে দোষ কি, পাড়ার মোড়ের দোকানে আমরাও আছি???
ইতিমধ্যে আমাদের কাজে স্বেচ্ছাশ্রম দিতে স্বতঃস্ফূর্ত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন এক ঝাঁক ছাত্র-ছাত্রী যোগ দিয়েছেন , সেই সাথে আমাদের উপদেষ্টা পরিষদের অংশ হতে সাংবাদিক ,পরিচিত লিখক ব্লগার, সাথে জনপ্রিয় কিছু মিডিয়া এবং ক্রীড়া মুখকে আমরা সাথে পাছি , যা আমাদের অত্যন্ত বিশাল একটি ব্যাপার।
কন্ট্রিবিউট ৩ রকমের হয়, আর্থিক, শারিরিক ও মানসিক... এখনো ছাত্র এবং বাবার ঘাড়ে বসে খাওয়া প্রানীর ক্ষেত্রে আর্থিক ভাবে কন্ট্রিবিউট করা হয়ত সম্ভব হবে না তেমন, তবে শারিরিক যেকোন প্রকার সহায়তায় রাজি আছি যেকোন সময়ে। সামাজিক কর্মকাণ্ডগুলোতে সবসময়ই আগ্রহ নিয়ে যুক্ত থাকি সময় এবং সুযোগ মত...
আমাদের কার্যক্রম কে সামনে নিয়ে যেতে যে কোন আর্থিক সাহায্য পাঠাতে চাইলেঃ
Account Name : SAMINA NOWSHEEN
ACC NO : 1513202378333001
BRANCH : MOTIJHEEL GRAPHICS BUILDING BRANCH
BRAC Bank Limited
যোগাযোগ কিংবা তথ্যের জন্যঃ অরীত্র আহমেদ, অপারেশনাল এক্সিকিউটিভ
+8801750034242
+৮৮০১৭৫০০৩৪২৪২
আর্থিক বিষয়ে অনুসন্ধানঃ সামিনা নওশিন
মিডিয়া সেলঃ অর্পিতা অর্পি
ইভেন্ট ম্যানেজমেন্টঃশাহজাহান সিরাজ
গ্রাফিক্স ডিজাইনারঃ মঞ্জুর মাহাবুব আনান
--> "আমরা সঠিক অথবা ভুলের পথে যাব না, আমরা মঙ্গলের পথেই যাব... কারন, মঙ্গলের পথ ই আমাদের সঠিক দিকে নিয়ে যাবে" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।