নবদিগন্তে বাজে সুর- শান্ত-সুমধুর, আনমনা তানে বইছে বহুদূর। একি তরুণ কণ্ঠ ? হৃদয়-ঘণ্টা নাড়িয়ে, অবিশ্বাস্যও ছাড়িয়ে ! দূর পাহাড়ে কার ছায়া- নিরাকার কায়া, মনস আঁখিতে জাগিয়ে মায়া। একি তরুণ ছবি ? হৃদয়-কবি জাগিয়ে, কল্পলোকও ভাগিয়ে ! গহিন অরণ্যে কার শোভা- লাবণ্য-প্রভা, গাঢ় সবুজে ভরিয়ে নোভা। একি তরুণ প্রাণ ? আকাশ সমান আশায়, জড়াবে ভালোবাসায় ! অথৈ সায়রে কী ভাসে- নব-উচ্ছ্বাসে, মাতাল ঢেউয়েও নির্ভীক হাসে। একি তরুণ তরী ? তারুণ্য ভরি চলে, মহাকালের জলে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।