আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্নতার আরো এক প্রহর।।

ঝরে পড়া শিউলির মত দিনগুলি একে একে খসে পড়ে পাটাতনে। সময়ের উষ্ণতায় ক্রমশ হারিয়ে যাচ্ছে তার সজীবতা সবুজ ঘাসের পরে। বিচ্ছিন্ন বিদীয়মান ক্ষণ, শুভ্র পালকে যেন মলিনতার ছাপ বিষন্নতার সনে। ভালোলাগা ভালোবাসা নেই তাই আর্তনাদেরা বসত গেড়েছে মল্লিকাতটে। বিষাদের করাল গ্রাস করে সেথা উম্মুক্ত বিজয়োল্লাস ভাঙ্গা মন মন্দিরে।। বাধ না মানা অশ্রুবিন্দু গড়িয়ে পড়তে পড়তেও কেন থেমে যায় চোখকোণে! এলোমেলো প্রহরে দীর্ঘশ্বাসের হোলিখেলা চলে খোলা বাতাবিনেবুর বনে। আজ ভীষম মন খারাপ বন্ধু তোকে ভালোবাসি বলা হয়নি বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।