জানালার বাইরে তাকিয়ে দেখি ভোরের সূর্য অই... আনমনে বসে ভাবি আমি, আমার জীবনের আলোগুলো সব কই??? আমি আছি পড়ে আমার অন্ধকার ঘরের মাঝে... না পাওয়ার বেদনাগুলো বড় করুণ সুরে বাজে... মুক্তির ইচ্ছায় অস্থির আত্না শুধুই কেঁদে মরে... একটুখানি আলোর দেখা মিলতো যদি আমার শূন্য ঘরে!!! প্রতিবাদী মনটা সেই কবে হয়ে গেছে পাথর... আত্নার যন্ত্রণায় আর হয় না কাতর... এভাবেই কেটেছে আমার জীবনের অনেক বসন্ত... নিয়ে বিষন্নতার আঁধার আর দুঃখরাশি অনন্ত... বছর ঘুরে আবার ফিরে আসবে ফাগুন... বেঁচে থাকবো হয়তো আমি, থাকবে আরো মনের মাঝে জ্বলন্ত আগুন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।