অশরিরী আলোর তীব্র অপেক্ষায় পার করি প্রতিটি ন্যানো সেকেন্ড !!!
সময়টা হঠাতই বদলে গেছে...ঋতু পরিবর্তনের মত,
যে সময়ে সূর্যের তাপদাহে নিজেকে আড়াল করার কথা,
অঝোর বৃষ্টি তখন সবকিছু থামিয়ে দিয়েছে।
যে সময়টা আমার বাইরে কাটাবার কথা,
তখন ঘন কুয়াশায় আচ্ছিত হয়ে আছে আমার সব পথ ।
প্রকৃতির এতসব অনিয়মে বাঁধা পড়ে,
পথ হারিয়ে নির্জন কোন দ্বীপে আমি তখন আটকে আছি।
সমুদ্রের নীল জলরাশি, বড় বড় ঢেউ খেলে আছড়ে পড়ার কথা সৈকতে,
অথচ তাও থেমে আছে, মৃত নদীর মত নড়া চড়া তার।
ওপরের চাঁদটার দেখা নেই, অন্য প্রান্তে ঘুরতে গিয়ে হারিয়াছে বুঝি।
সবুজ বৃক্ষরাজিও বুড়িয়ে গেছে, সজিবতা যেন মৃত...আজকের বৃদ্ধ বৃক্ষ সাম্রাজ্যে।
আমিও কি আছি আগের মত?
মাত্র যুদ্ধে পরাজিত ক্লান্ত সৈনিকের বেশে,
ক্ষত বিক্ষত শরীর, তার ভেতরে নোনা জলের কূপ দুটো থেকে
অবিরাম ধারায় গড়িয়ে পড়ছে পানি।
ওষ্ঠে জমাট গাঢ় লাল রক্তে ততক্ষনে ভীর জমেছে অজানা পোকামাকড়ের।
ক্রমাগত বালি রাশির চামড়া ভেদ করে ধুকে পড়ছি গভীরে...।
শোকাতুর আমার প্রকৃতির আকাশে, বায়ুতে গোঙ্গানীর তীব্র শব্দ
চারপাশ প্রকম্পিত করে বার বার আছড়ে পরে।
তোমার শোকে শোকাতুর এতসব বিষন্নতার বাইরে বেরুতে পারিনা আমি, আমরা কেউ।
তাই বলি কি! এ যাত্রায় তবে ফিরে এসো,
এতসব বিষন্নতা থেকে আমাদের মুক্তি দাও,
ত্রাতা হয়ে এই শোক কর অবসান।
© সাইক চৌধুরী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।