লুইচ্চা, লাফাঙ্গা ল্যাবরেটরিয়ান................................
বিষন্নতার কাঁথা মেলে
সুখ-দু:খ হয়ে হৃদয়ের নীল
লীন হয়ে কাঁদে খুব-
সে সময় কার কথা ভাবো তুমি?
যখন বৃষ্টি জলের ফোঁটায় পাপড়ি তোমার
নোনা জলে ভিজে চুপিচুপি
তখন জানালার ধারে বসে
কার কথা ভাবো?
যখন তুমি একলা ভেজো কালবোশেখি ঝড়ে
হাওয়ারা সব লড়াই করে
কে কার আগে ধরবে তোমায়
আশ্চর্য দ্রুততায় দমকা বাতাসেরা
ঈর্ষাকাতর- ওড়াতে চায় ভেজা আঁচল।
বৃষ্টি বজ্র আর দমকা বাতাস
অপরাজেয় সব প্রতিদ্্বন্দ্বী- কে, কার আগে
আলতো পরশ দেবে তোমায়।
আর আমি- কোন ছার- দূরে অনেক
রাজপুত্তুর বিষন্নতার-নই বৃষ্টি, বাতাসও নই
বিজলির আকাশচেরা চমকও নই-
আমি কীভাবে ছুঁই তোমায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।