সুন্দর সমর
আজ সারাদিন বিষন্নতার ঢেকুর উঠছে।
এর আগে এমনটা হয় নি সে কথা বলা ঠিক হবে না।
তবে বিষন্নতা এমন মাখামাখি ছিলো না।
বান্দররে লাই দিলে মাথায় উঠে,নানী বলতেন।
সে কথা শুনে হাই বলে, তবে বিষন্নতাকে লাই দিলে
হাড্ডিতে ঘুণের বাসা বানিয়ে দেয়রে।
বড়ই খতরনাক জিনিস।
ঘোরাফের কর, কাজ-কর্মে মজে থাক দেখবি বিষন্নতা উড়ে গেছে তুলার মতো।
হাইয়ের চলাফেরা সবই হাই-ফাই।
ব্যবসা-বাণিজ্য-দাওয়াত-ঘোরাফেরা-জন্মদিন-বিবাহ-মৃত্যুবার্ষিকী
সকল সুযোগ-দুর্যোগে হাইয়ের দেখা মেলে।
আজকাল সেও মেপে কথা বলে।
বলে, বাপরে চারদিকে সাপরে।
কথার ব্যাখা দেয় না।
খালি কয়, টানা ঘুম দেবো সাত বা পনর দিনের।
তারপর বলে, আরেক কাপ চা খাওয়া দুধ-চিনি বেশি।
কিংবা কফি দে চিনি-ক্রিম ছাড়া, কড়া যেন হয়।
শালার ইন্সট্যান্ট কফি এসে বিন কফির মজাই নষ্ট করে দিল
যেমন ডিজিটাল শ্লোগান ওঠার পর সোনার দ্যাশে ফিরে আসে
পলাতক সন্ত্রাসীরা।
আমি অবশ্য হাইয়ের তুলনা বুঝতে পারি না।
বুঝতে পারি ওর আতংক বাড়ছে।
নদী ভাঙ্গনের মুখে দাড়িয়ে যে আতংকে ভোগে আশে পাশের গ্রামে মানুষজন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।