গোধুলি ভালবাসায় ভিজে একসারা একাকী একজন।
বিষন্নতার হলুদ ছত্রাক
মহামারী আর কালো বেদনা ডেকে আনে,
কোমল সবুজ প্রান্তর গুলোতে মড়ক লেগেছে।
মরে গেছে ভালবাসার স্নিগ্ধ ফুলগুলো
আনন্দ জোনাকীরা টুপটাপ ঝরে যায় রোজ সময়ের হলুদ হাওয়ায়।
মৃত ভালবাসার শবযাত্রায় কে করে আর্তনাদ?
গহীন আঁধারে কার পদশব্দ শোনা যায়?
বিষন্নতার হলুদ ছত্রাক বুনে চলেছে সর্বনাশ
হিম শীতলতায়।
দীর্ঘ দীর্ঘ বিষাদের দিন বয়ে চলে
বিরতিহীন।।
আজ আমার মন ভাল নেই।
আজ আমার মন ভাল নেই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।