আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্নতার কয়েক ছত্র - ১

নিংসঙ্গ পথিক হেঁটে যেতে চাই দূরে সবকিছু ভুলে মাঝে মাঝে নিজেকে বাসস্টপ মনে হয় । বাসস্টপে লোক আসে , লোক যায় । ভালো খারাপ কত লোকের ভীড় বাস স্টপে। কেউ অফিসের চাকুরে , কেউ বা কেরানী , কেউ পকেটমার ,কেউ পুলিশ , নানা রঙ এর মানুষ। কেউ পান খায় , কেউ সিগারেট ফোঁকে , কেউ সিগারেটের গন্ধে নাক কুঁচকে তাকায় ।

সবার তাড়া, তার বাসটা কখন আসবে সেই চিন্তায় কেউ কেউ বারবার হাত ঘড়িতে চোখ বুলিয়ে নেয় । যাবার সময় কেউ হয়তো পা দিয়ে পিঁষে যায় আধ পোড়া সিগারেটের টুকরো , কেউ বা কলার ছোলা। তেমনি কত মানুষ আসলো এ জীবনে , আরো কত মানুষ আসবে । আমি বসে তাদের তামাশা দেখি । বাস স্টপ থেকে শেষ বাসটাও যখন চলে যায় নীরব নীথর বাসস্টপে কয়েকটা ল্যাম্পপোস্টে খুঁজে পাই জীবনের নিস্তব্ধতার গান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।