নিন্ম মধ্যবর্তি জোনাক পাখি জোনাক পাখি, ব্যাটারি তোমার লাগে?
কিভাবে তুমি আলো জ্বালো সন্ধ্যে রাতের আগে!!!
চাঁদ থেকে নাকি জ্যোৎস্না আনো, দুষ্ট জনে কয়।
ঋন শোধাবে কবে তুমি আমার লাগে ভয়!!!
জোনাক পাখি জোনাক পাখি, আমায় দলে নেবে?
দেবার মত নেই কিছু তাই আমায় শুধু দেবে।
কপাল ভরে জ্যোৎস্না দেবে দেবে পরীর ডানা।
আকাষ জুড়ে গান শোনাবো করবে না কেউ মানা।
জোনাক পাখি জোনাক পাখি, তাকাও একটু হেসে।
সন্ধ্যে বেলা আলো জেলো বকুল তলে এসে।
জানলা খুলে চেয়ে রব মায়া মায়া জলে,
হাত বাড়ালেই আসব ছুটে লোহার কপাট খুলে।
জোনাক পাখি জোনাক পাখি, ঋন শোধাতে হবে?
ভেবোনা তুমি আমায় বলো কখন কোথায় কবে।
মায়ার ছলে বেধে দেব চাদের বুড়ির ছায়া।
আবার তবে জ্যোৎস্না দেবে, রুপো হবে কায়া।
(এই কেজি ওয়ানের ছড়া তো আর নির্বাচনি পোষ্টে আসেনা তাইনা ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।