জোনাক জোনাক ত্রাণ
জোনাক পোকার মন ভালো নেই
তাই জ্বালে না আলো
জ্বালবে কি আর আলো
নেই কোথাও কালো
গ্রামগুলো আজ শহরতলী
জ্বেলে বাতির আলো।
বিজলী বাতির আলো দেখে
জোনাক পোকার পিলে
চমকালো আর জ্ঞান হারালো
এসে মতিঝিলে।
ফিরলো যখন জ্ঞান-
জোনাক পোকা দেখলো চেয়ে
মস্তবড় বিসম খেয়ে
লোডসেডিং-এ ডুবছে শহর
ডুবছে আঁধার মনের বহর
হারায় শহর- প্রাণ
জোনাক ভাবে এইতো সময়
আলো দেয়ার
জোনাক জোনাক ত্রাণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।