আমাদের কথা খুঁজে নিন

   

জোনাক রহস্য



কৃষ্ণপক্ষের রাতকে খুঁজতে গিয়েই খুঁজে পেয়েছিলাম মুগ্ধ জোনাক রহস্য। হাওরের থৈ থৈ ধ্বনি ,প্রাণখোলা নৌকার পাটাতনে জলন্ত মশাল,নিমিষেই বলে দিয়েছিল আমাদের সহজ গন্তব্য , রিমঝিম শব্দের নিগুঢ় অন্বেষা। শব্দই ছিল আমাদের প্রাণ । তোমার বাড়ন্ত বুকের পেশী ছুঁয়ে জেনেছিলাম শাপলারা কি গরিমা নিয়ে ফুটে থাকে জলের ভাসানে। ভোর কাঁপিয়ে সূর্য উঠবে বলে, কতো মমতায় চাঁদ খায় চুমু সবটুকু কামের নির্লজ্জ গোপনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।