এই জাল পত্রটি যে ব্লগে কতবার পোষ্টিত তাহার ইয়ত্তা নাহি। বহু পত্রিকা, লাইব্রেরী এমনকি কোচিং সেন্টারের দেয়ালেও ইহা শোভা বৃদ্ধি করিয়া আসিতেছে। পত্রখানি নি:সন্দেহে অতিশয় চমৎকার ও ধনাত্মক ব্যঞ্জনাধারী তাহা বলাই বাহুল্য। পরিতাপের বিষয় ইহা আব্রাহাম লিংকনের লিখিত নহে। ইতিহাসের অগোচরে কোন এক প্রতিভাবান এই পত্রটি রচনা করিয়া আব্রাহাম লিংকনের নামে চালাইয়া দিয়াছেন। তাহার মহৎ উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতঃ এই ব্লগীয় ইতিহাস হইতেই ইহার ব্যাপারে কিছু তথ্যের অবতারণা করিলাম। ১) ব্লগার হরিদাস পালের পোস্ট (১০ই ডিসেম্বর ২০০৯) ২) ব্লগার মনির হাসানের পোস্ট (২৩শে জুন ২০০৯) ৩) ব্লগার ভিন্ন চিন্তার পোস্ট (৩রা আগস্ট ২০০৯) ৪) ব্লগার শিরীষের পোস্ট (১০ই জানুয়ারী ২০১০) ৫) ব্লগার জুলভার্নের পোস্ট (২রা এপ্রিল ২০১০) ৬) অধুনাকালেও আরও কয়েকবার দেখিয়াছি, কিন্তুক লিংক মনে নাই ব্লগার ভিন্ন চিন্তা বহু কষ্ট স্বীকার করিয়া মূল্যবান অথচ দুর্লভ তথ্যের অবতারণা করিয়া অবশেষে প্রমাণ পাইয়াছেন যে পত্রখানি লিংকনের লিখিত নয়। যাহা হউক, পত্রখানি অতিশয় সুন্দর। সেই অজ্ঞাত প্রতিভাবানের প্রতি পুনঃ পুনঃ শ্রদ্ধা জ্ঞাপন করিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।