আমাদের কথা খুঁজে নিন

   

জনৈক

আমার কোনো দোষ আছিলো না, সব দোষ আপনাদের হাসতে পারো? জিজ্ঞাসিলেন জনৈক। আমি বলি-সারা জীবনে, শিখেছি তো ঐ একটাই জিনিস। তিনি বললেন- তাই নাকি। তবে তো তুমি অনেক জ্ঞানী। আমি বলি- এখানে জ্ঞানের কি, সবাই হাসে, আমিও হাসি একটু বেশী আর কি... হা হা।

শুনে আমার কথা, উনি যে একটু হাসলেন। আমি বুঝিনি, হাসলেন কেন জনাব। ভাবলাম- পাগল নাকি। অতঃপর আবার ভাবলাম, নাহ পাগলেরা এমন কথায় হাসে না তারা তো সব কথাতেই হাসে। তাদের ই তো সব সুখ।

জনৈক বললেন-বাছা তুমি তো তবু হাসতে জানো মনের মাঝে তোমার অনেক খানি মুক্ত জমি হাসিতে তাই ভরে রাখো। আমি ভাবি- সে কি কথা, কি বলেন উনি এসব? আমি জিজ্ঞাসা করি- কে আপনি, কোথা থেকেই বা এলেন? তিনি নিশ্চুপ...। .......................... অনেকক্ষন তিনি চুপ- আমিও। আমি আবারো জিজ্ঞাসা করি। ভদ্রলোক বলেন-আমি তোমাদেরই মাঝে অন্য একজন।

বললেন, এবার তবে যাই। আমি বলি, কোথায়? বললেন, জানি না। তবে যাব। তবে বাছা তোমাকেই বলি, যে হাসি তুমি পেয়েছো, তা নিজের করে রেখোনা বিলিয়ে দিও সব দুর্ভাগাদের মাঝে দুঃখীরা যেন খুঁজে পায় বাঁচার একটু খানি মন্ত্র ভুলে যেতে পারে কিছুটা কষ্ট। ।

এখন যাই তবে, চলে যাই মুক্ত মনের খোজে। আমি বসে থাকি- আর ভাবি, কে তিনি, কে সে......... ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.