তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
সবুজ রংটার প্রতি ওনার আকর্ষণ ছিল প্রবল। সবুজ ঘাসের সাথে মিশে থাকতেই তিনি পছন্দ করতেন। অন্য কোথায়ও যাওয়ার তার কোন বাসনা ছিলনা। পাশে বাঁধা নৌকাটিতে অনেক মানুষ বাস করলেও তিনি ওটাতে উঠতে তেমন আগ্রহী ছিলেন না। সবুজের প্রতি আকর্ষণ এবং নৌকার মালিকের সাথে তার খারাপ সম্পর্ক দুটোই এই অনাগ্রহের কারণ।
হঠাৎ দেশে বন্যা হল। সবুজ প্রেমিক পড়লেন বিপদে। জান বাচাতে অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত নৌকায় তাকে উঠতেই হল। তিনি কৃতজ্ঞ মানুষ। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে নৌকার মালিককে অবিরত তৈলাক্ত মালিশের গল্প শুনানো শুরু করলেন।
গল্পে সন্তুষ্ট হয়ে পুরস্কার হিসেবে নৌকার মালিক তাকে নৌকার স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণের পাশাপাশি দুই বৎসরের পুরাতন একটি নাম প্রদান করলেন। সবুজ প্রেমিক আগের নামটাকে বন্যার পর থেকেই অপয়া ভাবতে শুরু করেছিলেন। তাই নতুন নামটা (দু'বছরের পূর্বের) তিনি সানন্দে গ্রহণ করলেন। তবে নামটা দুই বৎসরের পুরাতন হলেও মস্তিস্ককে আপডেট না করানোতে পূর্বের সময়ের ঘটনাবলি সম্পর্কে তিনি মোটেও ওয়াকিবহাল থাকতে পারলেন না।
নতুন নাম, মাথা গোজার ঠাই, ইত্যাদি নিশ্চিত হওয়ার পর তিনি জীবনকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করলেন।
তার শখ জাগল লাখপতি হওয়ার। এ ব্যাপারে নৌকার মালিকও তাকে সর্বময় সহায়তার আশ্বাস দিলেন। একটা সময় দেখা গেল জন্মদিনের ব্যবসা, পত্রিকার কাটিংয়ের ব্যবসা, বন্ধুর বিবাহবার্ষিকিতে কেক সাপ্লাইয়ের ব্যবসা, ডায়রী হতে তথ্য সাপ্লাইয়ের ব্যবসা সহ নানারকম রকমারী ব্যবসা করে তিনি রাতারাতি লাখপতি হয়ে গেলেন।
লাখপতি হওয়ার পর স্বভাবতই তার শখ জাগল তার নামটিকে অমর করার। তিনি নৌকার মালিককে অনুরোধ করলেন নৌকার বর্তমান অথবা অনাগত বাসিন্দাদের কেউ যেন তার নামটি আর ব্যবহার না করেন।
তার অনুরোধটি এখন নৌকার মালিকের বিবেচনাধীন।
হয়তো তৈলাক্ত মালিশের গল্পের বিনিময়ে এক সময় মালিক মহোদয় লাখপতি ভাইয়ের অনুরোধে ঢেকি গিলতেও পারেন। তবে অনুরোধে ঢেকি গিললেও অনাগতরা ভাইয়ের নামটিকে ধারণ করার সাহস দেখায় কিনা তা সময়ই বলতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।