আমার একলা আকাশ.... হয়তো এক সময় ভুলেও যাবে তুমি! হয়তোবা বছর খানেক পর, ক্লান্ত কোন বর্ষণমূখর স্বন্ধ্যায় অফিস শেষে ঘরে ফিরবে যখন এক কাপ কফি হাতে বসবে আরাম কেদারায় যখন ভেঁজা বারান্দায় ফুলগুলো দোল খাবে হাওয়ায় ক্লান্ত শালিক একটু সুখের আশায় মুখ গুজবে প্রিয়তমার বুকে হয়তোবা আদরের কোন ডাকে, আর আসবেনা চিঠি তোমার ডাকবাক্সে! তখন হয়তো আমায় মনে পড়বে হয়তো তখন শালিকের প্রিয়তমার বুকে আমার উত্তাপ পেতে চাইবে হয়তো বারান্দার ফুলগুলোকে মনে হবে আমার খোঁপায় জড়ানো একগাঁছি বকুল হয়তোবা মনে পড়বে বৃষ্টির কান্না দেখে আমার চোখের জল তাই বা কম কিসে আমার জন্যে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।