আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো লিখবো আবার, হয়তো না (বিরতি)

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

বিভ্রান্তি... বিভ্রান্তি... বিভ্রান্তি মনের গহীনে একটি শব্দই হানিছে আঘাত বারে বারে! নিজের গালে কষে চড় লাগাই আলাদা সত্তা নাকি বেচে খাই! বিভ্রান্তি... বিভ্রান্তি... বিভ্রান্তি... করছে মস্তিষ্ক ব্যাটা বিজ্ঞপ্তি প্রচার মন হতভাগা মুখ লুকাবে কোথায়! হৃদয়দ্বারের কড়াদুটো নিলাম খুলে অনাহূত শব্দরা আসে না যেন ভুলে! বিভ্রান্তি... বিভ্রান্তি... বিভ্রান্তি... নিজেকেই তো নিজে চিনি না- পরকে চেনার মিছে বাহানা দুনিয়াটা বড়ো আজব জায়গা এই আমিটাই তো আমার না! আমি বিভ্রান্তি ছড়াই কিনা আমার জানতে হবে। নিজেকে আগে পুরোপুরি চিনতে হবে। আমি বেশ কিছুদিনের জন্য তাই লেখালেখি করবো না। নিজের কাছে নিজেকে স্বচ্ছ করে তুলতে হবে। তবেই অন্যকে ভিতর বাহির দেখাতে পারবো।। যাবার বেলায় কবির ভাষায় কিছু বলে যাই-- এই যে আছি, থাকবো না আর সময় হলে লুকিয়ে যাবার তখন কি কেউ দেখতে পাবে আমার সঙ্গে পথ হারাবে? কক্ষনো নয়, কক্ষনো না আমি তো নই সবার চেনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।