পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত
হয়তো দেখোনি তুমি, হয়তো তোমার মনে নেই
এইখানে একদিন নদীর যৌবন ছিলো ভরপুর
এইখানে একদিন জননীর আঁচল ছিলো বৃক্ষছায়ায়
হয়তো দেখোনি তুমি-পাখ-পাখালির নির্লোভ সংসার
হয়তো মাখোনি তুমি পাতাঝরা সকালের আনচান।
এইখানে একদিন দুর্বার বুকে ছিলো-শিশিরের ঘ্রাণ
হয়তো দেখোনি তুমি আমের মুকুলে গুচ্ছ ভালোবাসা
হয়তো তোমার মনে নেই-আষাঢ়ের বানভাসি স্নান
মনে নেই, একদিন এই কাঁঠালের বনে ঝুলেছিলো মৌচাক!
হয়তো দেখোনি তুমি, হয়তো তোমার মনে নেই
খইয়ের মাচান থেকে উড়ে যেতো পায়রার ঝাঁক
বনফুল-টেংকুলে বসতো এসে-ছোট্ট টুনটুনি
হয়তো দেখোনি তুমি হয়তো তোমার মনে নেই
সরষের হলদে ফুলে উড়তো অপরূপ প্রজাপতি
ঝাঁক বেঁধে শীতের পাখিরা আসতো এখানে-এইখানে
খুব ধীরে খুঁড়ে দেখো-এইখানে এই পায়ের নিচে
এখনও জেগে আছে প্রেম-জোনাকির হরিৎ চোখ
হয়তো দেখোনি তুমি, হয়তো তোমার মনে নেই
এইখানে জেগেছিলো লালমোরগের ঘাড়টান ভোর
এখানেই লেখা ছিলো ভালোবাসা, পাড়ভাঙা প্রেম।
সেই প্রেম আজ নেই, সেই গান ভুলে গেছে পাখি
গভীর আর্তনাদে আহত মাটির কোথায় লুকাবে তুমি!
এই ঘাসের ডগায় পিঠ রেখে শুয়ে দেখো একবার-
এখানে কাতরায় মেকি-সভ্যতার বাকি ইতিহাস!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।