বন্ধুভাবাপন্ন
হয়তো.....
হয়তো তুই-ই ভালোবাসিস এই আমায়,
হয়তো আমার গন্ধ আজো তোর জামায়।
হয়তো আমার স্মৃতি নিয়ে নিশি জাগিস,
হয়তো তোর প্রাণটা দিয়ে আমায় ভাবিস।
হয়তো তোর উঠোন জুড়ে আমার ছায়া,
হয়তো মুচকী হাসিস, চোখে আমার মায়া।
হয়তো মুখে, হঠাৎ সুখে আমার নাম,
হয়তো মেটাস অশ্রুজলে আমার দাম।
হয়তো এখন প্রদীপ জ্বালিস আমায় নিয়ে,
হয়তো বেরোয় আমার-ই গান গলা দিয়ে।
হয়তো আমায় ভালোই বাসিস, ঘেন্না হাওয়া।
হয়তো বুঝিস নোংরা ছিল
লজ্জাহীন আর ঘৃণ্য ছিল, তোর সে চাওয়া।
জানি এসব “হয়তো” আছে, হয়নি জানি।
সান্তনা দেই, নিজের কানেই কানাকানি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।