কখনো রিমঝিম...কখনো টুপটাপ
বেলা পড়ে যায়, আনমনে হায়
তবুও আছি বসে,
মাথার আঁচল, না মেনে শাসন
কখন পড়েছে খসে;
গোলাপী সন্ধ্যে বাতাসে মিশে
হয়ত বা যায় বলে ...
"চল তোকে আজ স্বপ্নে ভাসাই
নীলাভ রাতের কোলে;
রাত পোহালেই যে স্বপ্ন রা
হারায় হাজার ভিড়ে,
অস্তাচলের নিভু আলোয়
বাঁচবি তাকেই ঘিরে "!
বড়ো আপন আমার গোপন
স্বপ্ন মালিকানা,
মূহুর্তে সুখ, মূহুর্তে প্রেম
মেলেছে ইচ্ছেডানা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।