আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো আমি

পুরনো আমিটাই ভাল ছিলাম... হয়তো আমি দারুণ বোকা যাই গুটিয়ে দিলেই টোকা হয়তো আমার শব্দগুলো ভীষণ রকম অগোছালো হয়তো আমার মৌন থাকা একলা একা কাব্য লেখা সময়গুলো নিচ্ছে ছুটি মনের তলে হাজার ত্রুটি হয়তো আমি অবুঝ অতি যাচ্ছি পুড়ে হচ্ছে ক্ষতি হয়তো আমার উহ্য কথা হয় নি বলা, অটুট প্রথা সবার মতো সবাই থাকে আপন চোখে আস্থা রাখে আমার চোখে জ্বলছে তপন শূন্য স্বপন করছি বপন সোনার কাঠি রূপার কাঠি সবুজদ্রোহে জাগবে মাটি আমায় তবু সঙ্গে নিও দু’হাত ভরে অস্ত্র দিও . খুনের নেশা স্বত্ব আমার মুক্ত আকাশ রইবে তোমার! ১.০.২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।