হয়তো দিনগুলোর ব্যাস্ততা পুবের চেয়ে পশ্চিমে বেশি।
হয়তো হৃদয় বনসাই আকাশ ছুঁতে চায় পুবে অকৃত্রিম ভালবেসে।
হয়তো রাত্রির আকাশ পশ্চিমে সগৌরবে উপস্থিতির জানান দেয়।
হয়তো পুবের বাতাস ভিড় করে ভবলীলা সাংগের আগামীর পথে এসে।
ফিরে চল বাঁধন শক্ত হাতে, বিরতি কখন? যখন সময় দেয়।
দিব্য অনুরণের উদারতা প্রশ্নবিদ্ধ প্রথাগত লোকাচার।
বিদগ্ধের জ্বালানো হৃদয় চাঁপা পরে অফুরাণ অনুদানে।
যার আছে তার ভালবাসার কি দরকার?
হয়তো অতিপ্রাকৃতিক তেপান্তর পশ্চিমের অনেক গহিনে' দিনে।
হয়তো পারিপাশ্বিক পরিস্থিতি অগ্রাহ্যে কিছুই করার নেই পুবে।
হয়তো শান্তির বানী গুমরে কাদে পশ্চিমে।
হয়তো সর্বশেষ পুবের আধার আলোকে দেখে উজ্জল হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।