"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
হয়তো তুমি
(নাভার্স নাইনটিজ তার প্রেমিকার উদ্দ্যেশ্যে)
মরুতে মরিচীকা
সাগরে ঢেউ,
নামহীনা তুমিও
হয়তো কেউ।
আকাশে মেঘ ভাসে
পাখীরা উড়ে,
রঙধনু মেয়ে তুমি
থাকো যে দূরে।
বাগানে ফুল ফোটে
সুবাস ছড়ায়,
মৌমাছি মন শুধু
তোমাকে চায়।
বাতাসে চুপি চুপি
লাগে যে দোলা,
তোমার মুখখানি
যায়না ভোলা।
শিওরে দীপ জ্বেলে
ঘুমিয়ে একা,
স্বপ্নের মাঝে তোমার
পাই যে দেখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।