আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো তুমি নও, হয়তো ভালবাসা

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

যে ছবিটা আমার কাছে, সেই প্রেয়সী হয়তো তুমি নও। যে নদীর ঢেউয়ে দীর্ঘ হতো জোছনা, সেই জলের উচ্ছ্বাসও হয়তো তুমি নও। সেল ফোনে ফিসফিসিয়ে কথার মাঝে যে নির্জনতা ভেঙ্গে যেত, সেই রাতজাগা মানবীও আজ হয়তো তুমি নও। খসে যাওয়া উল্কা পিন্ড কিংবা গোধূলির ক্ষণিক বেলা, হয়তো তুমি। মাথার উপরে যে আকাশ, আকাশের উপর আকাশ! রহস্যে ভরা নীল, চোখের পাপড়ির নিচে কালো তিল, অজস্র তারার মেলা, এক লহমায় কাছে আসা, সবই হয়তো ভালোবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।