আমাদের কথা খুঁজে নিন

   

আমি হয়তো

কবিতার ছেলে।

আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্যরকম আকাশ পানে তাকিয়ে থাকি ডানা হারা পাখির মতন আমি হয়তো মানুষ নই মানুষগুলো গল্প বলে গল্প পড়ে, গল্প লেখে রহস্যময় খেলাচ্ছলে মানুষগুলো হাসতে পারে কাঁদতে পারে, রাধতে পারে ফুলগুলো সব ছিঁড়তে পারে অনায়সে মনের তরে মানুষগুলো বিষন্বতার গরল আগুন ঢালতে পারে হুল ফুটিয়ে মনের মাঝে কলকলিয়ে হাসতে পারে আমি হয়তো মানুষ নই সকল মানুষ ঠাট্টা করে পরের কথায় চলতে পারে বন্ধুত্বের মিথ্যে ডরে। মানুষগুলো স্বপ্ন দেখে মেঘের কোলে মনটা উড়ায় স্বপ্ন ভেঙ্গে কাঁদতে থাকে যখন তাদের সময় ফুরায়। আমি হয়তো মানুষ নই মানুষগুলো স্বপ্ন দেখে মানুষগুলো রাজ্য চালায় বিসর্জিত রক্ত রেখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।