আমাদের কথা খুঁজে নিন

   

পথের স্মৃতি

চোখের দেখা , মনের কল্পনাঃ আমার লেখা ঘুরতে ঘুরতে ছবি তোলা । বেশিরভাগ আউলাঝাউলা ছবির মাঝে কিছু কিছু ছবি মোটামুটি ভাল হয়ে যায় । তার থেকে ১০ টা ছবি নিয়ে এই পোস্ট । রোদেলা বিকেলে আখ ক্ষেতের একাংশ । ফুলটার নাম জানিনা ! বিছার মত একধরনের গাছ ।

এতো গাঢ় সবুজ দেখে আমি নিজেই বাকরুদ্ধ !!! সূর্যাস্ত । কক্সবাজারে নয় ! সামান্য পুকুর পাড়েই অসামান্য ! রাবার বাগান । পাহাড়ি ছড়ার স্রোতে পাহাড়ি ফুল .। । ।

শ্রীমঙ্গলে লাল পাহাড় এবং বুড়বুড়িয়া গাঙ । ছবিটার দিকে তাকালে নিজেকে শাবাশি দিতে ইচ্ছে হয় ! পড়ন্ত বিকেলে তোলা । ফুলছড়া পাহাড়ের অতন্দ্র প্রহরী । ফুলছড়া পাহাড়ের উপর থেকে তোলা । ।

চলতে চলতে পিছু ফিরে আরেকটা ক্লিক ক্যামেরায় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।