দুইটা পথের গল্প শোনালে তুমি
কোনটা যুৎসই তুমি ভাবো
তবে ছাঁদটা না হলেই যে নয় তাই
হেটে আসো তোমার পূর্বতন পথে
শুনেছি সে পথ নুড়িতে ভরা তবু
সে-ই তো আবার পায়ে হাটা পথ বলে
পথ হারাবার ভয় নেই মোটেও।
অদ্য বাতাসকে দখল করেছে শীতপাখিরা
এখানে তোমার অবগাহনে আমার সমূহ আপত্তি
পথ হারাবার ভয়ও বিস্তর
হিসেবের গরমিলে যদি খসে পড়ে আরাধ্য প্রাণ এক
পালাবার পথ থাকেনা কোনো; ফিরবারও
তাই ছাদটা সযতনে ধরো মাথার ওপর,
আমাকে ভেবো না----------
শেষ পর্যন্ত আমি তোমার জন্য
অনন্ত ভরসার এক অবারিত আকাশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।