এত ভিড়ের মাঝেও আমি একা;চারপাশে শুন্যতা ! আজ রাজপথগুলো আমার পায়ের স্পর্শ পেতে ব্যকুল
সারাদিন দ্বার রুদ্ধ করে আমি আজ ঘরে বন্দী।
পথ আমাকে ভালবাসে আমিও পথকে
ভালবাসার পরিণতিতে রোজ আমি হাটি
পথগুলোর বুক মাড়িয়ে, আমি আনন্দ পাই।
পথগুলোও আমার পদস্পর্শে আন্দোলিত হয়।
আজ আমার আনন্দে পরিবর্তন
আজ আমি বেঈমান
ভালবাসায় প্রতারনার স্থান নেই,
প্রতারনার স্থান স্বার্থে।
পথগুলোর মাঝে আমায় নিয়ে চলে কথোপকথন
- হ্যা রে, কবি আজ এলো না কেন?
- আমি কি করে বলি?
- বোধহয় অসুখ করেছে।
তোর কি কবির জন্য মন কেমন কেমন করে?
- বলতে পারি না। তবে আসলে বোধহয় ভাল হত।
- তুই কি কবিকে ভালবাসিস?
- বাসবো না কেন? আমি সবাইকে ভালবাসি,আমি তো মানুষ নই।
আজ আমি মানবী প্রেমে ব্যস্ত।
পথের ভালবাসা আমার কাছে আজ তুচ্ছ।
পথের ভালবাসায় আজ ভাঁটা।
পথ জানে না সে কাকে ভালবেসেছে;
মাংশ-রক্তের মানুষকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।